জাতিকে এগিয়ে নিতে চাইলে নারীদের পিছিয়ে রাখা যাবে না: আইভী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১৭:৫৬

একটি জাতিকে এগিয়ে নিতে চাইলে নারীদের পিছিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবসে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আইভী বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়ন ও নারীকে সিদ্ধান্ত গ্রহণের অংশগ্রহণ বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে।


আমাদের দেশে শতকরা পঞ্চাশ নারী, পঞ্চাশ ভাগ পুরুষ। সুতরাং নারীকে পিছিয়ে রেখে জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। তিনি নারীদের সুযোগ করে দেওয়ার পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করেছেন। ধাপে ধাপে তিনি নারীদের বিভিন্ন জায়গায় যুক্ত করছেন। তিনি বলেন, একটি পুরুষ যখন বড় কোনো পদে থাকেন তখন তিনি ১০টা ধমক দিলেও দোষ নাই।


কিন্তু একজন নারী যখন একটি পদে থাকেন তখন তিনি একটু জোরে কথা বললে পিয়ন থেকে শুরু করে সবাই বলতে থাকেন এ মহিলা বদমেজাজি। নারীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনি নিজে যদি সঠিক থাকেন, আপনার নীতি যদি সঠিক থাকে তাহলে এ ছোটখাটো কথাগুলো কোনো ব্যাপার না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us