সাকিবের এই আচরণ মেনে নেওয়া ঠিক না : সুজন

কালের কণ্ঠ প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১৭:০৯

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের স্বেচ্ছাচারী মনোবৃত্তি তরুণ ক্রিকেটারদের জন্য নেতিবাচক উদাহরণ সৃষ্টি করবে বলে মনে করেন খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের এই টিম ডিরেক্টর মনে করেন, সাকিব যখন তখন জাতীয় দলের হয়ে না খেলার ঘোষণা দিচ্ছেন যা ঠিক নয়। এই আচরণ আসলে মেনে নেওয়ার মতো নয়।


'সাকিবে আচরণ তরুণদের ওপর কী প্রভাব ফেলবে'- এমন প্রশ্নে আজ মঙ্গলবার সাংবাদিকদের সুজন বলেন, 'এটা তো আমি বলতে পারব না। প্রভাব পড়তেও পারে, নাও পড়তে পারে। সাকিব একটু এরকম আমরা সবাই জানি। তবে এটা মেনে নেওয়াটা অবশ্যই ঠিক না। কারণ সাকিব-রিয়াদ-মুশফিক-তামিম, মাশরাফি যেহেতু নেই, তাই ওর কথা না বললাম... এরা তো সেই ছোটবেলা থেকেই জাতীয় দলের পাইপলাইন ধরে উঠে এসে এত বড় ক্রিকেটার হয়েছে। ওদের পেছনে তো দেশের ক্রিকেটের ইনভেস্ট অনেক। তো আমার কথা হচ্ছে যে, দেশের যখন প্রয়োজন তখন ওদের পেতে হবে। এটা তো পাপন ভাইয়ের টিম না, বাংলাদেশ দল। দেশের হয়ে খেলাটাই তো বড় বিষয়।' 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us