বিশ্ব অর্থনীতি ঋণাত্মক সরবরাহ অভিঘাতের মুখে পড়বে

বণিক বার্তা নুরিয়েল রুবিনি প্রকাশিত: ০৪ মার্চ ২০২২, ০৯:০৫

রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক সামরিক হামলা চালিয়েছে। এ ন্যক্কারজনক ঘটনার অর্থনৈতিক ও আর্থিক পরিণাম আমাদের অবশ্যই বিবেচনায় রাখতে হবে। সাম্প্রতিক দশকগুলোয় বিশ্বের নানা জায়গায় বেশকিছু ছোটখাটো সংঘাত চলেছে। সেগুলো থেকে ইউক্রেনে হামলা ভিন্নতর। এটা অন্য কোনো ছোট সংঘাত নয়; বরং স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্যায়ের একটা বড় উত্তরণ বৈকি। এর মাধ্যমে চীন, রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়া এ চার সংশোধনবাদী শক্তি আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ করছে, যে ব্যবস্থাটি গড়ে উঠেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর।


বাজার ও রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্বব্যবস্থার এ পালাবদলের প্রভাব অবমূল্যায়ন করবেন কিনা, এটাই এখন বড় ঝুঁকি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলার দিন এ আশায় মার্কিন শেয়ারবাজারের সূচক বেড়েছিল যে চলমান যুদ্ধ ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর বিষয়টি মন্থর করবে। যদিও বৃহত্তর অর্থনীতির দিক থেকে বর্তমানে একটি বৈশ্বিক স্থবিরতামূলক পরিস্থিতি বিরাজ করছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, এ সংকট ও তার সৃষ্ট প্রভাব থেকে ফেড এবং অন্য প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো একটা নমনীয় অবস্থান নিতে পারে কিনা। আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর অবস্থান যা-ই হোক না কেন, কেবল তাদের নীতি হস্তক্ষেপের ওপর আমাদের নির্ভর করলে চলবে না। প্রবৃদ্ধি হ্রাস ও মূল্যস্ফীতি আরো বাড়িয়ে ইউক্রেনে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে একটা ব্যাপকতর ঋণাত্মক সরবরাহ অভিঘাত সৃষ্টি করবে। সংঘাতটি এমন এক সময়ে ঘটছে, যখন মূল্যস্ফীতি প্রত্যাশা এরই মধ্যে অনেকটা নিয়ন্ত্রণহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

কিয়েভে সিরিজ বিমান হামলা রাশিয়ার

সমকাল | ইউক্রেন
৪ সপ্তাহ, ১ দিন আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us