৮ মাসেই বিনিয়োগ তুলে ফেললো দেশীয় কলিং সার্ভিস ‘আলাপ’

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৪

দেশীয় ওটিটি (ওভার দ্য টপ) কলিং সার্ভিস ‘আলাপ’। এটা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নেটওয়ার্কে চালু করা হয়। চালু হওয়ার পরে গত ৮ মাসেই কলিং সার্ভিসটি বিনিয়োগকৃত অর্থ ফেরত আনতে সক্ষম হয়েছে। বর্তমানে এটি লাভজনক অবস্থায় রয়েছে।


আলাপ নামের এই অ্যাপের গ্রাহক বাড়ছে দ্রুতগতিতে। বাড়ছে কলমিনিটও (ব্যবহারের হার)। ফলে দেশীয় অন্যান্য কলিং সার্ভিসের (ইন্টারক্লাউডের ব্রিলিয়ান্ট, আম্বার আইটি ও লিংক থ্রি) পাশাপাশি দ্রুত গতিতে অ্যাপটি এগিয়ে চলেছে।


অ্যাপটি ডেভেলপ করেছে তথ্যপ্রযুক্তির দেশীয় বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমস। সম্প্রতি ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে রিভ সিস্টেমসের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, সম্পূর্ণ দেশীয় রিসোর্স ব্যবহার করে নিজস্ব আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) থেকে অ্যাপটি আন্তর্জাতিক মানে অ্যাপটি তৈরি করা হয়েছে। ব্যবহারকারীরা এটি ব্যবহার করে দারুণ অভিজ্ঞতা অর্জন করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us