জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের লক্ষ্য দলের জেলা, মহানগর, উপজেলা ও থানা কমিটির সম্মেলনের মধ্য দিয়ে গণমুখী নেতাদের গুরুত্বপূর্ণ পদে নিয়ে আসা। ভোটের আগে সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করা এবং দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে মনোযোগ দিতে চান শীর্ষস্থানীয় নেতারা।
দলের দপ্তর সূত্র জানায়, ২১ ফেব্রুয়ারির পর দলের তৃণমূল সম্মেলন শুরু হবে। মার্চের মধ্যে একাধিক বিভাগে তৃণমূল সম্মেলন শেষ করার নির্দেশনা দিয়েছেন সাংগঠনিক দায়িত্বে থাকা নেতারা।
দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, জাতীয় নির্বাচনের আগেই দল গুছিয়ে ফেলা এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে, এমন নেতাদের নেতৃত্বে আনতে কাজ করবে আওয়ামী লীগ। উদ্দেশ্য হলো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য এগিয়ে থাকা।
এই নেতারা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল বড় আকার ধারণ করেছে। দলে এমন বিভেদ নিয়ে জাতীয় নির্বাচনের বৈতরণি পার হওয়া দলের জন্য কঠিন হবে।