সরাসরি পণ্য পরিবহন চায় আরো তিন দেশ

কালের কণ্ঠ প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:১৫

চট্টগ্রাম থেকে সরাসরি ইউরোপ রুটে সমুদ্রপথে পণ্য পরিবহন করতে আরো তিনটি দেশ আগ্রহ প্রকাশ করেছে। দেশগুলো হচ্ছে, ইউরোপের দেশ পর্তুগাল, স্লোভেনিয়া ও ডেনমার্ক। চট্টগ্রাম-ইতালি রুটে একটি কম্পানি সরাসরি কনটেইনার জাহাজ সার্ভিস চালুর পর এই তিনটি দেশ আগ্রহ দেখিয়েছে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম-ইউরোপ রুটে নিরবচ্ছিন্ন পণ্য পরিবহনের দুয়ার খুলছে। এত দিন চট্টগ্রাম থেকে ইউরোপে পণ্য পরিবহন হতো ট্রান্সশিপমেন্ট বন্দর হয়েই। এখন সরাসরি সার্ভিস চালু হওয়ায় সময় সাশ্রয়, অর্থ সাশ্রয় ও ভোগান্তি কমবে।  


জানতে চাইলে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান কালের কণ্ঠকে বলেন, ‘এরই মধ্যে দুটি ইউরোপের দেশ পর্তুগাল ও স্লোভেনিয়া সরাসরি চট্টগ্রাম-ইউরোপ সার্ভিস চালুর আগ্রহ দেখিয়েছে। ডেনমার্ক রাষ্ট্রদূত আমার সঙ্গে দেখা করে নতুন সার্ভিস চালুর আগ্রহের কথা বলবেন বলে জানিয়েছে। ’


তিনি বলেন, ‘ইউরোপ রুটে সরাসরি জাহাজ সার্ভিস চালুর মাধ্যমে রপ্তানি পণ্য ইউরোপে দ্রুত পরিবহনের নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেটি বাস্তবায়ন করব। ইউরোপ রুটের যেকোনো জাহাজকে আমরা অগ্রাধিকার বার্থিং দিচ্ছি; একই সঙ্গে পছন্দসই জেটিতে বার্থিং দিতেও রাজি আছি। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us