কথা দিয়েছিলেন, রোজগার বাড়াতে সাহায্য করবেন। তবে সে কথা রাখেননি আমির খান। এমনই দাবি করেছেন মধ্যপ্রদেশের একটি তাঁতশিল্লীর পরিবারের সদস্যেরা। সংসার চালাতে বি়ড়ি বেঁধে রোজগার করতে বাধ্য হচ্ছেন বলেও জানিয়েছেন তাঁরা।
প্রায় তেরো বছর আগে এক ডিসেম্বরে তাঁতশিল্পী কমলেশ কোরির বাড়িতে আচমকাই গিয়ে হাজির হন আমির খান। সঙ্গে ছিলেন করিনা কপূরও। সেটি ২০০৯ সাল। সবে রাজকুমার হিরানির ফিল্ম ‘থ্রি ইডিয়টস’-এর কাজ শেষ হয়েছে। আমির ছাড়াও তাতে মুখ্য চরিত্রে ছিলেন মাধবন, করিনা, শরমন জোশী। মুক্তির অপেক্ষায় সে ফিল্মের প্রচারের কাজেই দেশের একাধিক জায়গায় যাচ্ছেন আমিররা। তারই অঙ্গ হিসাবে কমলেশদের বাড়িতে যান আমিররা।
সে দিন আমিরদের আতিথেয়তায় কোনও খামতি রাখেননি কমলেশের পরিবার। মধ্যপ্রদেশের চন্দেরী শহরের প্রাণপুর গ্রামে একটি মাটির বাড়িতে দিন কাটে তাঁদের। কমলেশের তাঁতে বোনা কাপড়ে চলে সংসার। সেই মাটির বাড়িতে বলিউডের চাঁদের হাট দেখে যারপরনাই খুশি কমলেশের স্ত্রী কমলা বাঈ ও তাঁর ছেলেমেয়ে-সহ পরিবারের লোকজন।