সার্চ কমিটি নায়ক খুঁজবে, না খলনায়ক?

প্রথম আলো সোহরাব হাসান প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৪

অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তাঁর ফেসবুক পেজে নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে কিছু বিবেক জাগ্রত হওয়ার কথা বলেছেন। তিনি সাধারণত গণমাধ্যম এড়িয়ে চলেন, সাংবাদিকেরা অনেক চেষ্টা করেও সাক্ষাৎকার নিতে পারেন না। আবার জাতীয় কোনো সংকট মুহূর্তে নিজ থেকে বিবৃতি দেন, কথা বলেন। ৬ ফেব্রুয়ারি ওয়াহিদ উদ্দিন মাহমুদ ফেসবুকে যে কথাগুলো বলেছেন, তা মোটেই গতানুগতিক নয়। কথার কথা হিসেবেও এগুলো তিনি লিখেননি। দেশের একজন সচেতন নাগরিক ও অর্থনীতিবিদ হিসেবে কথাগুলো লিখেছেন। আমরা আসলে কেউ রাজনীতির বাইরে নই।


ওয়াহিদউদ্দিন মাহমুদ লেখেন: ‘নির্বাচন কমিশন গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ, এটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের প্রথম ধাপ এবং দেশে বিশ্বাসযোগ্য শক্তিশালী জাতীয় প্রতিষ্ঠান গঠন আদৌ সম্ভব কি না, তার একটা পরীক্ষাও। অবশ্য নির্বাচনকালীন সরকার কেমন হতে হবে সেটা আরও গুরুত্বপূর্ণ বিষয়, তাতে সন্দেহ নাই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us