পাকিস্তানের সব অঞ্চলের মানুষকে এক পতাকাতলে সমবেত করতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ১৯৪৭ সালের দেশভাগের পরপরই উর্দুকে রাষ্ট্রভাষা করার উদ্যোগ গ্রহণ করে। তারা দাপ্তরিক কাজে যেমন বাংলা ভাষা বর্জন করতে থাকে, তেমনি জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত হয়। তাদের এই কাজকে সমর্থন করে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন যেসব বুদ্ধিজীবী, তাঁদের শীর্ষ একজন ছিলেন বাবা-এ-উর্দু নামে পরিচিত মওলানা আবদুল হক। তিনি ছিলেন উর্দুকে রাষ্ট্রভাষা করার অন্যতম প্রধান তাত্ত্বিক গুরু, উর্দু পণ্ডিত, অনুবাদক, ভাষাতত্ত্ববিদ। জন্ম ১৮৭২ সালের ১৬ নভেম্বর, ভারতের ঘাজিয়াবাদ (মিরাট) জেলার হাপুর।