নতুন অর্থবছরের বাজেট দিতে এসে সরকারিভাবে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা দিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সোমবার ভারতের পার্লামেন্টে বাজেট বক্তৃতায় তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ডিজিটাল মুদ্রা চালু হলে তা দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে। আর তাতে আর্থিক ব্যবস্থাপনার ব্যয়ও কমবে।”
রিজার্ভ ব্যাংক অব ইনডিয়া এ বছরই এ মুদ্রা চালু করবে এবং ক্রিপ্টোকারেন্সির মতই ব্লকচেইন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের তথ্য রাখা হবে বলে জানান সীতারামন।