শীত কমতে পারে আজ

প্রথম আলো প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৪

দেশে শৈত্যপ্রবাহ আবারও দুর্বল হতে শুরু করেছে। জড়ো হওয়া মেঘের কারণে শীতের বাতাসের গতি কমে গেছে। এ ছাড়া উষ্ণ মেঘের দাপটে শীতও কমতে শুরু করেছে। গতকাল সোমবার দেশের ১১টি জেলা এবং রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। আজ মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে শৈত্যপ্রবাহের এলাকা কমে আসতে পারে।


তবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। পঞ্চগড়ের তেঁতুলিয়ার এই তাপমাত্রা ছিল চলতি শীত মৌসুমে সারা দেশে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা। এ ছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের বেশির ভাগ জেলার তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। রাজধানী ঢাকার তাপমাত্রাও ছিল শৈত্যপ্রবাহের কাছাকাছি পর্যায়ে, ১২ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী দুই–তিন দিনে শৈত্যপ্রবাহের দাপট ধীরে ধীরে কমে আসবে। আকাশে মেঘ বেড়ে তাপমাত্রা বাড়তে থাকবে। ৪ ও ৫ ফেব্রুয়ারির মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

৮০ কিমি. বেগে ঝড়ের আভাস

ঢাকা পোষ্ট | আবহাওয়া অধিদফতর
৮ মাস আগে

তাপমাত্রা পৌঁছেছে ৩৭ ডিগ্রির ঘরে

ঢাকা পোষ্ট | আবহাওয়া অধিদফতর
৮ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us