সুয়ারেজের কাছে রেকর্ড হারানোর শঙ্কায় মেসি

ঢাকা টাইমস প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ১৯:১৯

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের রেকর্ড মেসির। এবার যেন এ রেকর্ড হাতছাড়া হওয়ার শঙ্কায় পড়েছেন তিনি। অসুস্থতার কারণে প্যারিস থেকে দেশে আসা হয়নি মেসির। সেজন্য চলমান ম্যাচগুলো খেলছেন না তিনি। সেই ফাকে উরুগুইয়ান ফুটবলার সুয়ারেজ গত শুক্রবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে একটি গোল করে মেসির পাশে এসে দাঁড়িয়েছে।


লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ দুজনেই ২৭টি করে গোল করেছেন। সুয়ারেজ আর একটি গোল করতে পারলে ভাঙ্গবেন মেসির রেকর্ড। বিশ্বকাপ বাছাইপর্বে সুয়ারেজ খেলেছেন ৫৯টি ম্যাচ। আর মেসি খেলেছেন ৫৮টি ম্যাচ। তিনি এক ম্যাচ বেশি খেলে মেসির সমান গোল করেছেন। মেসির রেকর্ড নিজের করে নেওয়ার জন্য সুয়ারেজের সামনে রয়েছে বড় সুযোগ। মেসি অসুস্থ থাকার কারণে বড় ছুটিতে রয়েছেন তিনি। খেলছেন না জাতীয় দলের কোনো ম্যাচ। ওদিকে আগামী মঙ্গলবার সকালে নিজেদের মাঠে ভেনেজুয়েলাকে আতিথ্য দেবেন সুয়ারেজরা। এই ম্যাচে সুয়ারেজ আর একটি গোল করতে পারলে বিশ্বকাপ বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হিসাবে বিবেচিত হবনে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us