সুপারমার্কেটে থাকবে না কোনো চেক আউট কাউন্টার, দীর্ঘ লাইন, হাতের সব জিনিসপত্র স্ক্যান করে মূল্য পরিশোধের ঝামেলা। শুধু ঢুকে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়লেই চলবে। এই ধারণার সুপারশপ নিয়ে প্রথম কাজ ২০১৮ সালে করেছিল অ্যামাজন, এরপর ওয়ালমার্টও পরীক্ষামূলকভাবে কিছু শাখায় এটি চালু করে। এবার যুক্তরাষ্ট্রের বাইরে দেখা মিলেছে এ প্রযুক্তির, যুক্তরাজ্যের অ্যালডি সুপারশপ চেইন পরীক্ষামূলকভাবে গ্রিনউইচ শাখায় চালু করেছে এ সুবিধা।
প্রথমে ক্রেতাদের ফোনে ইনস্টল করতে হবে ‘অ্যালডি শপ ন গো’ অ্যাপ, সেখানে করতে হবে অ্যাকাউন্ট, যুক্ত করতে হবে ক্রেডিট কার্ড, নিজের ছবি ও অন্যান্য তথ্য। এরপর শুধু দোকানে ঢুকে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়লেই চলবে। ভেতরে বসানো উচ্চক্ষমতার ক্যামেরা সিস্টেম ক্রেতার চেহারা স্ক্যান করে তাঁকে শনাক্ত করবে, তিনি কী কী জিনিস তাক থেকে নামিয়ে বাস্কেটে রাখছেন, সেটা টালি করবে। যদি ক্রেতার বয়স ২৫ বছরের ওপরে হয় তাহলে অ্যালকোহলও তাঁকে কিনতে দেওয়া হবে। আর বয়স না হলে দোকানের নিরাপত্তাকর্মীকে সে বিষয় অবহিত করবে সিস্টেম। এরপর অ্যাকাউন্টের ক্রেডিট কার্ডে চার্জ করা হবে সর্বমোট বিল।