সামাজিক ও পারিবারিক চাপে আত্মহত্যা করছে শিক্ষার্থীরা

কালের কণ্ঠ প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২২, ০৮:৪৫

দেশের বিশ্ববিদ্যালয়সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ২০২১ সালে ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। করোনার মধ্যে সামাজিক, আর্থিক ও পারিবারিক চাপে এসব আত্মহত্যার ঘটনা ঘটেছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠেছে। গতকাল শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।


দেশের প্রায় ৫০টি জাতীয় ও স্থানীয় পত্রিকার আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে ফাউন্ডেশনটি।


সংগঠনটির তথ্য থেকে দেখা গেছে, বিদায়ি বছরে আত্মহত্যাকারীদের একটি বড় অংশই ছিল ছাত্র। ছাত্রীদের চেয়ে প্রায় দ্বিগুণ ছাত্র বিদায়ি বছরে আত্মহত্যা করেছেন। মোট ৬৫ ছাত্র আত্মহত্যা করেছেন, যা মোট শিক্ষার্থীর ৬৪.৩৬ শতাংশ। অন্যদিকে ছাত্রী ছিল ৩৬ জন বা ৩৫.৬৪ শতাংশ।


গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মেয়েদের চেয়ে ছেলেদের আত্মহত্যার হার বেড়েছে। তাঁদের মধ্যে প্রায় ২৫ শতাংশই সম্পর্কের অবনতির কারণে আত্মহত্যা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us