রাজশাহীর ৮ জেলাতেই ছড়িয়েছে করোনা, যেসব কারণে বাড়ছে সংক্রমণ

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২, ০৮:২৭

রাজশাহীতে আরও বেড়েছে করোনার সংক্রমণ। বিভাগের আট জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনা। স্বাস্থ্যবিধি না মানা, মাস্ক পরিধান না করা, হাটবাজার, অফিস-আদালতে অবাধ বিচরণ, জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হলেও নমুনা পরীক্ষা না করা, জেলায় আক্রান্ত রোগীরা পরিবহনযোগে বিভাগীয় হাসপাতালে চিকিৎসার জন্য আসায় এবং মানুষের অসচেতনতার কারণে দ্রুতগতিতে করোনা ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি নিয়ে উদাসীনতাকে মোটাদাগে দায়ী করছেন তারা।


মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে রাজশাহীর দুটি ল্যাবে ৩৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ৫৮ দশমিক ৬০ শতাংশ। এর আগের দিন সোমবার (২৪ জানুয়ারি) রাজশাহীর দুটি ল্যাবে ৩০৪ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। এদিন ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষা হিসাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us