মাদাগাস্কারে মৌসুমি ঝড় ‘আনা’র আঘাতে কমপক্ষে ৩৪ জন প্রাণ হারিয়েছে। আর মোজাম্বিকে প্রাণ হারিয়েছে ৩ জন। এ ছাড়া পূর্ব আফ্রিকার আরেক দেশ মালাওইর অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই তিন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আজ মঙ্গলবার এসব তথ্য জানিয়েছে।
মাদাগাস্কারের পূর্ব উপকূল থেকে এই ঝড়ের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। এতে বন্যায় দ্বীপটির বিভিন্ন এলাকা ভেসে গেছে, কাদায় ডুবে গেছে রাজধানী আন্তানানারিভোর বিভিন্ন এলাকা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আজ মঙ্গলবার জানিয়েছে, দেশটিতে ৩৪ জন মারা গেছে। এক সপ্তাহ ধরে সেখানকার প্রায় ৬৫ হাজার বাসিন্দা গৃহহীন। এ ছাড়া দেশটির যে জেলাগুলো অপেক্ষাকৃত নিচু, সেগুলোয় এখনো সতর্কবার্তা জারি রাখা হয়েছে।