Goutam Ghose: ক্লাসিক ছবি সংরক্ষণের অনুরোধ গৌতমের

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ০৯:০৭

 

যে সব ছবি এক সময়ে আলোড়ন তুলেছিল, যেগুলি আজও নবীন পরিচালকেরা পাঠ্যপুস্তকের মতো অনুসরণ করেন... সেই সব ক্লাসিক ছবি ক্রমশ হারিয়ে যেতে বসেছে। মূলত সংরক্ষণের অভাবেই এই দুর্দশা। সম্প্রতি জানা গিয়েছে, গৌতম ঘোষ পরিচালিত ‘পার’ ছবির অরিজিনাল নেগেটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিচালক জানালেন, শুধু একটি মাত্র ছবিই নয়, সংরক্ষণের অভাবে বহু ছবিরই এই দশা। ‘‘তপন সিংহ, অসিত সেন-সহ বহু বরেণ্য পরিচালকের ছবির নেগেটিভ খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে ল্যাবগুলো বন্ধ হয়ে গিয়েছে এবং সেই সব ছবির নেগেটিভ যত্ন করে রাখা হয়নি। হতে পারে সেগুলো কোনও গুদামে পড়ে আছে কিংবা নষ্টই হয়ে গিয়েছে। খুবই হতাশাজনক পরিস্থিতি।’’ নাসিরুদ্দিন শাহ, শাবানা আজ়মি, ওম পুরী অভিনীত ‘পার’-এর ক্যামেরা নেগেটিভ রাখা ছিল চেন্নাইয়ের জেমিনি ল্যাবে, যেটি বন্ধ হয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us