বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারকরা সবকিছুতেই বিনিয়োগে যাচ্ছে কেন?

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২, ১৬:৩৯

মহামারির ক্রমাগত থাবায় বৈশ্বিক সরবরাহ চক্র ব্যাহত হয়েই চলেছে। সরবরাহ বিচ্ছিন্নতা নিত্যদিনের বিপত্তি। পণ্য ও কাঁচামাল সংগ্রহের খরচ তার সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বগামী। এর গভীর প্রভাব পড়েছে বৈশ্বিক অটোমোবাইল শিল্পে, যার ভবিষ্যৎ হচ্ছে প্রচলিত জ্বালানির দূষণমুক্ত বৈদ্যুতিক গাড়ি (ইভি)। কিন্তু, এসব নতুন প্রজন্মের বাহন তৈরির আবশ্যক উপাদানগুলোও সরবরাহ বিচ্ছিন্নতার শিকার। এমনকি সবচেয়ে সহজলভ্য কাঁচামালের দামও বেড়েছে। পরিস্থিতি আয়ত্তে রাখতেই খনিজ সম্পদ আহরণকারী সংস্থার সাথে চুক্তি ও অংশীদারিত্বে যাচ্ছে ইভি খাতের বড় কোম্পানিগুলো। বিনিয়োগের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ বাজার নিশ্চিতকরণ, মূল্য নিয়ন্ত্রণ ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর একের ভেতর অনেক লক্ষ্য অর্জন করতে চায় তারা।  


গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইভি প্রস্তুতকারক টেসলা ইনকর্পোরেশন অস্ট্রেলিয়ার খনি কোম্পানি সিরাহ রিসোর্সেস লিমিটেড- এর সাথে একটি চুক্তি করেছে। এ চুক্তির আওতায় কোম্পানিটির (যুক্তরাষ্ট্রের) লুইজিয়ানায় পরিচালিত খনির আকরিক কিনবে টেসলা। মোজাম্বিক থেকেও আসবে কাঁচামাল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us