‘সর্বোত্তম নির্বাচন’

জাগো নিউজ ২৪ প্রভাষ আমিন প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ১০:২৭

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা শঙ্কা, নানা সমীকরণ ছিল। বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ না নিলেও দলটির বহিষ্কৃত নেতা এডভোকেট তৈমূর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে নির্বাচনে বাড়তি উত্তাপ এনেছিলেন। তবে প্রার্থী না হয়েও নারায়ণগঞ্জ নির্বাচনে বরাবরই আলোচনায় ছিলেন শামীম ওসমান। তিনি আওয়ামী লীগের এমপি হলেও তার সমর্থন কার দিকে তা নিয়ে ধোঁয়াশা ছিল।


নানামুখী রাজনৈতিক চাপে দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর পক্ষে সমর্থন ঘোষণা করলেও শামীম ওসমানপন্থিদের মাঠের অবস্থান নিয়ে ধোঁয়াশা ছিলই। শামীম ওসমান প্রার্থীর পক্ষে সমর্থন ঘোষণা না করলেও দলীয় প্রতীকের পক্ষে অবস্থান ঘোষণা করেছিলেন। তবে আইভী কখনোই শামীম ওসমানের সমর্থন চাননি, বরং বারবার শামীম ওসমানকে প্রতিপক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তৈমূর আলম খন্দকারকে বলেছেন শামীম ওসমানের প্রার্থী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us