আমাদের দেশে লকডাউন বাস্তবসম্মত নয়

সমকাল ডা. নজরুল ইসলাম প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২২, ০৯:২০

অধ্যাপক ডা. নজরুল ইসলাম করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য। দেশের অন্যতম শীর্ষ এ ভাইরোলজিস্ট ২০০৮-০৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ছিলেন। বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন। তিনি ১৯৬৭ সালে লন্ডন ইউনিভার্সিটি সেন্ট টমার্স হসপিটাল থেকে হেপাটাইটিস 'বি' ভাইরাস  বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেন। ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন তিনি। তার জন্ম ১৯৪৩ সালে দিনাজপুর জেলার হাকিমপুরে।


সমকাল: গত দুই বছরের অভিজ্ঞতা বলে, আমাদের দেশে মার্চের শেষ ও এপ্রিলের শুরুর দিকে করোনার সংক্রমণ বেড়ে যায়। এবার জানুয়ারিতে এসে বেড়ে যাওয়ার কারণ কী?


অধ্যাপক ডা. নজরুল ইসলাম: ২০২০-২১ সালে আমরা দেখেছি, মার্চের শেষে করোনা সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। এবার জানুয়ারিতে এসে এটা বেড়ে যাওয়ার কারণ নিয়ে গবেষণা করতে হবে। এখন পর্যন্ত শহর এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সংক্রমণের হার ১৫-এর কাছাকাছি চলে গেছে। তবে গ্রাম পর্যায়ে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার তথ্য এখনও পাইনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us