ফোকাসটা ঠিক করতে হবে

কালের কণ্ঠ মোফাজ্জল করিম প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২২, ০৯:৫২

রাস্তাঘাটে ভিক্ষুকের সংখ্যা সম্প্রতি কেমন বেড়েছে লক্ষ করেছেন? সম্প্রতি বলতে গত দুই বছরের কথা বলছি। বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় মার্চ ২০২০-এ। ৮ মার্চ ২০২০। সঙ্গে সঙ্গে সব ধরনের আলাপ-আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে করোনা। সন্ধ্যাকাশে একটি-দুটি করে যখন তারা ফোটে তখন তা সহজেই দৃষ্টিগোচর হয়। সেই গুটিকতক তারা কারণে-অকারণে সবার মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে যখন একদিকে অন্ধকার গাঢ় হতে থাকে, আর আরেক দিকে সমস্ত আকাশের আঙিনা ছেয়ে যায় তারায় তারায়, তখন কোনো একটি তারা নিয়ে বিভোর হয়ে পড়ে থাকতে দেখা যায় না কাউকে। আকাশজুড়ে তখন লক্ষ লক্ষ তারার মেলা। দৃষ্টি ডুবে যায় সেই মেলায়। ৮ মার্চ ২০২০-এর একজন করোনাক্রান্ত রোগী তেমনি দ্রুত হারিয়ে গেলেন সারা দেশের অসংখ্য করোনা রোগীর মাঝে। আমরা হঠাৎই যেন আবিষ্কার করলাম সারা দেশ করোনার ছোবলের কাছে অসহায় আত্মসমর্পণ করে ফেলেছে। আর তার পার্শ্বপ্রতিক্রিয়ায় নানাবিধ আধিব্যাধি যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দেশটাকে। কোনো এক জাদুকরের জাদুকাঠির ছোঁয়ায় যেন এক লহমায় বদলে গেল জীবন। হারিয়ে গেল জীবনের ছন্দ। প্রতিদিন মৃত্যু হানা দিতে লাগল মহাবিক্রমে। কত মূল্যবান জীবন যে ঝরে গেল, কত আপনজন যে চলে গেল না ফেরার দেশে এই করোনার আক্রমণের শিকার হয়ে। মহামারি শব্দটা দিয়ে তার ব্যাপকতা বোঝানো যাচ্ছে না দেখে আমদানি হলো নতুন শব্দ অতিমারি। করোনা এই নতুন অভিধাতেও যেন সন্তুষ্ট নয়। তার করাল মূর্তি আজ দুই বছর পরেও এফোঁড়-ওফোঁড় করে ফিরছে পুরো পৃথিবীকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us