আফগানিস্তানে তালেবান আবার ক্ষমতায় আসার পর দেশটিতে চরম অর্থনৈতিক ও মানবিক সংকট শুরু হয়েছে। দেশটির লাখো মানুষ খাবারের সংকটে ভুগছে। চলতি শীত মৌসুমে এই সংকট আরও প্রকট হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জনগণের জন্য ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি পরিচালনা করছে তালেবান সরকার। তালেবান জানিয়েছে, এই কর্মসূচি এখনই বন্ধ হবে না, বরং তা দেশজুড়ে ছড়িয়ে দেওয়া হবে।
আফগানিস্তানে গত আগস্টে তালেবানের ক্ষমতায় আসার আগে থেকেই অনেক মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল ছিল। তবে তালেবানের আমলে দাতারা অর্থায়ন বন্ধ করে দেয়। এতে সংকটে পড়ে দেশটির অর্থনীতি। ইতিহাসের ভয়াবহতম মানবিক সংকট এড়াতে তালেবান সরকার বারবার দাতাদের অর্থ ছাড়ের আহ্বান জানায়।