চুল গজানোর খরচ দেবে সরকার

প্রথম আলো প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২২, ১৮:০৮

নির্বাচনের আগে প্রার্থীরা ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। কেউ হয়তো কর্মসংস্থান সৃষ্টির ঘোষণা দেন। কেউবা রাস্তাঘাট, স্কুল-কলেজ, হাসপাতাল গড়ে দেওয়ার। তাই বলে নির্বাচনে জিতলে টাকওয়ালা ব্যক্তি কিংবা যাঁদের প্রচুর চুল পড়ছে, এমন মানুষের মাথায় চুল গজানোর চিকিৎসার খরচ সরকার বহন করবে, এমন প্রতিশ্রুতি সচরাচর শোনা যায় না। এমন ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন দক্ষিণ কোরিয়ার এক প্রেসিডেন্ট পদপ্রার্থী।


ওই প্রার্থীর নাম লি জায়ে-মং। তিনি দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া (ডিপিকে) থেকে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। আগামী মার্চে দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে লি জায়ে-মং ঘোষণা দেন, নির্বাচনে জিতলে তিনি দেশের জনগণের জন্য বিশেষ স্বাস্থ্যবিমা চালু করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us