পরিবর্তনের জন্য সাংস্কৃতিক প্রস্তুতি জরুরি

কালের কণ্ঠ সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২২, ১১:০০

বিশ্বব্যাপী পুঁজিবাদ এখন তার শেষ জায়গায় চলে এসেছে। সে তার সব কৌশল প্রয়োগ শেষ করে ফেলেছে। মিডিয়া, নিপীড়ন, হত্যা, গুম, ছায়াযুদ্ধ, অস্থায়ী যুদ্ধ, মানুষে মানুষে বিভাজন, মাদকাসক্তি, ইন্টারনেট, ফেসবুক—যত কায়দা কৌশল আছে সব প্রয়োগ ও ব্যবহার সারা। মিডিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যাতে জনগণের পক্ষের আন্দোলনগুলো প্রচার না পায়, জনগণ যাতে তাদের প্রকৃত সমস্যা ও সমস্যামুক্তির যথার্থ পথ চিনতে না পারে। মানুষকে দমিয়ে রাখতে মানুষের টাকাতেই মিডিয়াকে ব্যবহার করার কাজ সবেগে চলছে। ভুল তথ্য দিচ্ছে, অপ্রয়োজনীয় বিষয়কে গুরুত্বপূর্ণ করে তুলছে, মানুষকে বিভ্রান্ত করছে। পুঁজিবাদীদের হাতে মিডিয়া এখন বিরাট একটা অস্ত্র, এমন অস্ত্র তাদের কাছে আগে কখনো ছিল না। এখনকার মিডিয়াকে বলা যায় আসল ওয়েপন অব মাস ডেস্ট্রাকশন। আর আছে দমন-নির্যাতন। সরব ও নীরব নিপীড়ন চলছে। কিনে ফেলা, সুবিধা দেওয়া এসবও আছে। অস্ত্রগুলোর সমন্বিত ব্যবহারের সাহায্যে জনগণের উত্থান আটকে রাখার চেষ্টা করছে পুঁজিবাদীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us