নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের কাউকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা।
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের কাউকে উদ্ধার করতে পারেনি উদ্ধার কর্মীরা। তবে একটি ট্রলারের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ২টা ধলেশ্বরী নদীর মাঝে একটি ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পান উদ্ধার কর্মীরা। তবে ট্রলারটি এই ঘটনার নয় বলে জানা গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ধলেশ্বরীর মাঝে একটি ট্রলারের সন্ধান পাওয়া গেছে। তবে এটি পুরনো একটি ট্রলার। আমরা বিআইডব্লিউটিএ’কে বিষয়টি জানিয়েছি। তারা এ বিষয়ে ব্যবস্থা নিবে।