সারাদিন পড়াশোনা মস্তিষ্কের জন্য ভালো? জানুন

এইসময় (ভারত) প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২২, ১৪:৫০

তখন হয়তো কেবল বাচ্চাটি হাঁটতে শিখেছে। মুখ ফুটে বলছে কয়েকটি শব্দ। ব্যস এইটুকু কৃতিত্বই তার জীবনে নামিয়ে আনল বড় আঘাত। তার বাবা-মা শুরু করে দিলেন তাকে পাঠ দেওয়ার অভ্যাস। অ, আ থেকে এ, বি, সি, ডি সব বাচ্চাকে গেলানো চলছে। এভাবেই শুরু হয় জীবনের প্রথমপাঠ। তারপর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে চাকরি পাওয়া পর্যন্ত চলে এই পাঠ। তবে সকলেই যে পড়ুয়া (Heavy Reader) হবেন এমন নন, কোনও কোনও মানুষ আমার মতো ফাঁকিবাজও হয়ে থাকেন।


তবে আজকের প্রসঙ্গ থেকে সরে এলে চলবে না। এক্ষেত্রে আজ আমরা জানব, অ্যাকাডেমিক পড়াশোনা (Academic Reading) আমাদের মস্তিষ্কে ঠিক কী ধরনের প্রভাব ফেলে! এক্ষেত্রে ঝুরিখ বিশ্ববিদ্যালয় এই নিয়েই করেছে এক দীর্ঘদিনের গবেষণা (Research)। আসুন সেই গবেষণা (Study) সম্পর্কে জেনে নেওয়া যাক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us