আসছে আরেকটি মহামারি, বাড়ছে কর্তৃত্ববাদী শাসন, কেমন যাবে ২০২২?

প্রথম আলো এনগাইরে উডস প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২২, ১৫:৫৮

এক বছর যাবৎ ‘স্বাভাবিক’ অবস্থায় ফিরে যাওয়ার জন্য মানুষের অপেক্ষার পর, এখন এটা পরিষ্কার হয়ে গেছে যে, কোভিড-১৯ তা সম্ভব হতে দেবে না। মহামারি তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে। এর মধ্যে ব্যক্তি, সমাজ, দেশ ও আন্তর্জাতিক আদান-প্রদান মহামারির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২২ সালের জন্য এই মহামারি চারটি কঠিন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এর সবগুলি মোকাবিলা করতে হলে আস্থা সৃষ্টি করা খুবই জরুরি।


কাজের সঙ্গে মানুষের সম্পর্কের বদল হলো প্রথম চ্যালেঞ্জ। কিছু কিছু দেশে লকডাউন, প্রিয়জনদের মৃত্যু এবং মহামারিজনিত সার্বিক অনিশ্চয়তা আমাদের নতুন করে চিন্তার দিকে ঠেলে দিয়েছে। ২০২১ সালের জুলাই থেকে অক্টোবরে যুক্তরাষ্ট্রে প্রতি মাসে যে পরিমাণ কর্মী কাজ ছেড়েছেন তার সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়ে গেছে। অনেক চীনা তরুণ ‘লাই ফ্ল্যাট’ স্লোগানের আন্দোলনে যোগ দিচ্ছে, যার মানে হলো দীর্ঘ কর্মঘণ্টা পরিহার করে ন্যূনতম কাজ করা এবং বেঁচে থাকার জন্য যতটা জরুরি ততটার জন্যই চেষ্টা করা। যারা ঘরে থেকে কাজ চালিয়ে যেতে পারে আর যারা পারে-না, মহামারি তাদের মধ্যে বিভাজন আরও গভীর করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us