সমাজের জন্য একটি ভালো উদাহরণ তৈরি করতে ফুটবলারদের ট্যাটু দেখিয়ে খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে চীনা প্রশাসন। এখন থেকে খেলার সময় ট্যাটু দেখাতে পারবেন না চীনের ফুটবলারেরা। ফুটবলারদের ট্যাটু মুছে কিংবা ট্যাটু ঢেকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, চীনের খেলাধুলা বিষয়ক প্রশাসন ফুটবলারদের ওপর ট্যাটু আঁকা নিয়ে সরাসরি নিষেজ্ঞা দিয়েছে।
স্পোর্ট অব চায়নার জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন(জিএএস) এক বিবৃতিতে বলেছে, ‘সমাজে ভালো উদাহরণ তৈরি করার ব্যবস্থাপনার অংশ হিসেবে জাতীয় দলের সব পর্যায়ের খেলোয়াড়েরা এ নিয়ম মানবে।