করোনায় আক্রান্ত বার্সেলোনার আরও তিন ফুটবলার

ঢাকা টাইমস প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:৪৫

স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনায় আবারও করোনার হানা। জর্ডি আলবা-ল্যাঙ্গেলেন্টদের পর নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও তিন ফুটবলার। নতুন তিন ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। এখন নিজ বাড়িতে সবাই আইসোলেশনে রয়েছেন।



 


নতুন করে আক্রান্ত হয়েছেন ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে, ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ও তরুন মিডফিল্ডার গাভি। ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়রা সুস্থ আছেন । বর্তমানে করোনায় আক্রান্ত সকল খেলোয়াড় নিজ নিজ বাসায় সেল্ফ আইসোলেশনে রয়েছে। ইতোমধ্যেই নতুন করে আক্রান্তদের ব্যপারে সংশ্লিষ্ঠ স্বাস্থ্য অধিদপ্তরকে অবহিত করা হয়েছে।


এর আগে সপ্তাহের শুরুতে করোনা পজিটিভ হয়েছিলেন লেফট-ব্যাক জোর্ডি আলবা, সেন্টার-ব্যাক ক্লেমেন্ট ল্যাঙ্গেলেন্ট ও ডিফেন্ডার দানি আলভেস। বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে আগামী রোববার লা লিগা টেবিলের সপ্তম স্থানে থাকা বার্সেলোনা ১৫তম স্থানে থাকা রিয়াল মায়োর্কার মোকাবেলা করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us