প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর

যুগান্তর সম্পাদকীয় প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০৯:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছয় দিনের মালদ্বীপ সফর ছিল নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে তিনি এ সফর করেন। এ সফরকালে দুই দেশের মধ্যে দক্ষ স্বাস্থ্য পেশাদারদের নিয়োগ এবং যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক এবং দ্বৈত আয়কর বিলোপের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়।


এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক নবায়ন করা হয়। এ সফরকালে প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পিপলস মজলিসের (পার্লামেন্ট) স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন। এছাড়া মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বন্ধুত্বের প্রতীক হিসাবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেয়। দ্বিপাক্ষিক আলোচনা এবং উপকরণ হস্তান্তর অনুষ্ঠানের পর একটি যৌথ ইশতেহার ঘোষণা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us