কক্সবাজারকে ‘বয়কট’ করলেই কি এসব সমস্যার সমাধান হয়ে যাবে?

প্রথম আলো মাহমুদ আল হক পাটোয়ারী প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১, ০৬:০৪

প্রতিবছর শীতের মৌসুমে প্রায় প্রতিদিনই লাখখানেক পর্যটক আসা-যাওয়া করেন কক্সবাজারে। পর্যটকদের পদভারে মুখর হয় লাবণী থেকে সুগন্ধা হয়ে কলাতলী। কিন্তু ইদানীং পর্যটকদের জিম্মি করে এ খাতের ব্যবসায়ীদের অরাজকতা ও সপরিবার বেড়াতে যাওয়া এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় কক্সবাজার নিয়ে তুমুল সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বয়কট কক্সবাজার’ ডাক দেওয়া হয়েছে। কেন এই আহ্বান? কী সমস্যার কারণে আর কেন আমরা কক্সবাজারে যাব না? ‘বয়কট’ কক্সবাজার কি সমস্যাগুলোর সমাধান দেবে?


চাকরির কারণে ২০১৮-২১ প্রায় চার বছর আমি কক্সবাজারে ছিলাম। যেসব সমস্যার কথা এখন ফলাও করে পত্রিকাগুলোতে আসছে, সেগুলো নতুন কিছু না। সমস্যার ফর্দ পত্রিকায় প্রকাশিত খবর থেকে অনেকটা লম্বা। শীতের মৌসুমে টানা তিন দিনের ছুটি থাকলে কক্সবাজারে পর্যটকদের বন্যা হয়। দেড় লাখের মতো পর্যটকের থাকার ব্যবস্থা থাকলেও, তিন দিনের ছুটিতে চার থেকে পাঁচ লাখ পর্যটক যান কক্সবাজারে। বিশাল জনসমুদ্রের কারণে সমুদ্রের পাশের ছোট্ট শহরটা পরিণত হয় ঢাকার গুলিস্তানে আর সেটার সুযোগ নেন বিভিন্ন ধরনের গাড়ির চালক থেকে ব্যবসায়ী। সারিবদ্ধ বাসগুলো থেকে নেমে আসা পর্যটকদের দেখে তাঁরা দ্রুত উন্নতির আশার আলো দেখতে পান। তাঁদের আচরণে মনে হয়, আজকেই শেষ সুযোগ, যতটুকু পারেন লুটে নেন!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us