মহামারি সত্ত্বেও ২০২২ সালে যে পাঁচটি কারণে আশাবাদী হওয়াই যায়!

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ২০:৩৯

মহামারি এক দুঃসহ সময়। ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা তাই স্বাভাবিক। এর মধ্যেই বিশ্ব জেনেছে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টকে, আশঙ্কা চলছে এটি হয়তো সংক্রমণ ঢেউ ও মৃত্যু মিছিলের জন্ম দেবে। এতকিছুর পরও বিশ্বের অধিকাংশ মানুষের নতুন বছর নিয়ে মনোভাব আশ্চর্যরকম ইতিবাচক। সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে অংশ নেওয়াদের ওপর ভিত্তি করে এমন কথাই জানা গেছে।


জরিপটি পরিচালনা করে বাজার গবেষণা ও জনমত বিশেষজ্ঞ সংস্থা- ইপসোস। এতে ৩৩টি দেশের ২২ হাজার প্রাপ্তবয়স্ক অংশ নেন। সেখানে ২০২২ সাল নিয়ে তাদের ব্যক্তিগত আভাস জানতে চাওয়া হয়। 


ক্রমে বেড়ে চলা ভোগ্যপণ্যের দাম এবং জলবায়ু পরিবর্তন নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করলেও; অধিকাংশ মানুষ নতুন বছর আরও ভালো কিছু বয়ে আনবে বলে জানান।



ইপসোস কর্মকর্তা অ্যান্তোনিয়া লোপেজ বলেন, "মানব ইতিহাসে সুদিনের আশাই চিরস্থায়ী। তাই হয়তো জরিপে অংশগ্রহণকারীদের তিন-চতুর্থাংশ (৭৭ শতাংশ) ২০২২ সাল বিদায়ী বছর থেকে ভালো হওয়ার আশাবাদ জানিয়েছে।" 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us