দেশের তৈরি পোশাক শিল্প আবারও করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের চাপ শুরু হয়েছে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম। বাংলা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
শহীদুল্লাহ আজিম জানিয়েছেন, গত দুই বছর ধরে চলমান করোনার তাণ্ডব আমরা গত কয়েক মাসে কেবল কাটিয়ে উঠতে শুরু করেছিলাম। এরই মধ্যে আবার ওমিক্রনের চাপ এসে পড়েছে। ইতিমধ্যেই বিশ্বের ১০৬টির বেশি দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে বলে জেনেছি। দেশগুলোর মধ্যে অনেক দেশেই বাংলাদেশের তৈরি পোশাকের বাজার রয়েছে। এসব দেশেও বাংলাদেশ থেকে রফতানির ওপর ওমিক্রনের চাপ আসতে শুরু করেছে।