নতুন বছরে বাড়ির যেসব অতিরিক্ত জিনিস বাদ দেবেন

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ১১:৩৬

কথায় বলে, কেনাকাটা করলে নাকি মন ভালো থাকে। কথাটা আসলে মিথ্যাও নয়। পছন্দের এবং নতুন নতুন জিনিসপত্র কিনতে পারলে কার না মন ভালো হয়! কিন্তু আজ যেটি প্রয়োজনীয় মনে হচ্ছে, কয়েক বছরের মধ্যেই সেটির আর প্রয়োজন নাও থাকতে পারে। হতে পারে তা পোশাক, ঘর সাজানোর জিনিস কিংবা বৈদ্যুতিক কোনো সরঞ্জাম। বাড়িতে নিশ্চয়ই এমন অনেক জিনিসপত্র জমে আছে, যার আর তেমন কোনো প্রয়োজন নেই? নতুন বছরের শুরুতেই সেগুলো বিদায় জানানোর সময় হয়ে এসেছে।


আলমারিতে এমন অনেক পোশাক আছে, যেগুলো আপনি অনেকদিন ধরে পরেননি কিংবা খুব শিগগির পরা হবে না। পছন্দ করে কেনা পোশাকটিও এক সময় আর পছন্দের তালিকায় থাকে না। কিংবা থাকে না পরার উপযোগিতা। আবার এমন হতে পারে, ছিঁড়ে না গেলেও পুরোনো হয়ে গেছে। আপনার যেসব পোশাক খুব বেশি প্রয়োজন নেই সেগুলো দরিদ্র বা সুবিধাবঞ্চিতদের দান করে দিন। আপনার অপ্রয়োজনীয় পোশাকই তাদের কাছে প্রয়োজনীয় ও মূল্যবান। এভাবে বাছাই করে অপ্রয়োজনীয় পোশাক বাদ দিলে আলমারি খালি করা সহজ হয়ে যাবে। আবার অনেক দরিদ্র পরিবারও খুশি হবে। শীতের পোশাক দান করতে পারলে তারা আরও বেশি উপকৃত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us