আফগান ইস্যুকে প্রাধান্য দেবে ওআইসি, আশা ইমরানের

প্রথম আলো প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ১১:০৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আশা প্রকাশ করেছেন, ৫৭ সদস্যের মুসলিম জোট ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল (সিএফএম) আফগানিস্তানের মানবিক সংকট ইস্যুকে আলোচনায় প্রাধান্য দেবে। ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনের প্রস্তুতি নিতে গতকাল শনিবার ওআইসির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর ইমরান এসব কথা বলেন।


শনিবার এক টুইটার পোস্টে ইমরান লিখেছেন, ‘ওআইসির সদস্য দেশের প্রতিনিধি, পর্যবেক্ষক, বন্ধু, সহযোগী ও আন্তর্জাতিক সংগঠনগুলোকে পাকিস্তানে স্বাগত জানাচ্ছি। ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ এ অধিবেশনের মধ্য দিয়ে আফগান জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হবে। এর মধ্য দিয়ে আফগানিস্তানে শোচনীয় মানবিক পরিস্থিতি মোকাবিলায় আমাদের করণীয় নির্ধারণ করা হবে।’


পাকিস্তানের পার্লামেন্ট ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শনিবার পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি অধিবেশনস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ‘আশা করা হচ্ছে, আফগানিস্তানে মানবেতর পরিস্থিতির প্রেক্ষাপটে আয়োজিত এ বিশেষ বৈঠক ইতিবাচক ফল বয়ে আনবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us