মাত্র এক কেজির দাম এক লক্ষ ছুঁইছুঁই!

সংবাদ প্রতিদিন (ভারত) প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:২৯

শখ করে চা অনেকেই কিনে থাকেন। তার জন্য বেশি দামও দেন। তা বলে এক কেজি চায়ের দাম প্রায় ১ লক্ষ টাকা! হ্যাঁ, ঠিকই পড়ছেন এবং ঠিকই লেখা হচ্ছে। নিলামে ৯৯, ৯৯৯ টাকায় (এক কেজি) বিক্রি হয়েছে অসমের মনোহারি গোল্ড টি (Manohari Gold Tea)।  


অসমের ডিব্রুগড়ে রয়েছে মনোহারি টি এস্টেট। সেখানেই তৈরি হয় এই হ্যান্ডমেড টি (Assam Tea)। উৎকৃষ্ট মানের এই চা নাকি পাতা থেকে তৈরি হয় না।  চায়ের কুঁড়ি থেকে তৈরি করা হয়। স্বাদে উত্তম এবং স্বাস্থ্যকরও বটে। স্বাস্থ্য সচেতন মানুষজনই মনোহারি গোল্ড টি কিনে থাকেন। ৯৯, ৯৯৯ টাকায় এই বিশেষ চা কিনেছে গুয়াহাটির চায়ের পাইকারি ব্যবসার নামকরা সংস্থা সৌরভ টি ট্রেডার্স (Saurav Tea Traders)। নিলামে তাদের পক্ষ থেকেই সবেচেয়ে বেশি মূল্য অফার করা হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us