দেশ নিয়ে হতাশ কেন ফরাসিরা

প্রথম আলো প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:১৪

ফ্রান্সের প্রাইম টাইম টক শোগুলোতে যদি এখন চোখ রাখেন, খেয়াল করবেন ঘুরেফিরে আলোচনার বিষয় একটিই। ফ্রান্সের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ চাকরি হারাচ্ছেন, আয় কমছে, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে জানা যায়, ফরাসিদের কাছে দেশটির ভাবমূর্তি ধীরে ধীরে যেন দুর্বল হয়ে পড়ছে। চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা খোলা চিঠিতে জানান, ফ্রান্স গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে না থাকলেও জনগণের মধ্যে বিভক্তি বাড়ছে।


বিভক্তি যেমন রয়েছে সাধারণ মানুষের মধ্যে, তেমনি নেতাদের মধ্যেও। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ১৪ নভেম্বর মধ্য-ডানপন্থী রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্বের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ওই বিতর্কে পাঁচ প্রার্থিতাপ্রত্যাশী ব্যক্তির মধ্যে ফ্রান্সের সার্বিক পরিস্থিতি নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়েছে। কট্টর ডানপন্থীদের মতে, ফ্রান্স শেষ হয়ে যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us