নিজ খরচে আইএসএসের পথে জাপানের শতকোটিপতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:০৮

জাপানের শতকোটিপতি ইউসাকু মায়েজাওয়া রওনা হয়েছেন মহাকাশে। এক দশকের মধ্যে এই প্রথম কোনো ‘সাধারণ নাগরিক’ নিজ খরচে মহাকাশ পর্যটনে যাচ্ছেন।


কাজাখস্তানে রাশিয়ার কসমোড্রোম থেকে বুধবার বাংলাদেশ সময়ে বেলা ১:৩৮ মিনিটে সয়ুজ ক্যাপসুলটির উৎক্ষেপণ হয়ে সকাল সন্ধ্যা ৭:৪১ নাগাদ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করার কথা রয়েছে।


‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ( আইএসএস)’-এ ১২ দিনের যাত্রায় মায়েজাওয়ার সঙ্গে যোগ দিচ্ছেন অভিজ্ঞ রাশিয়ান নভোচারী ও মিশন প্রধান আলেকজান্ডার মিসুরকিন, মায়েজাওয়ার প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং ভিডিওগ্রাফার ইয়োজো হিরানো। মহাকাশ স্টেশনের চারপাশে ভাসতে ভাসতে ফ্যাশন মোগল হিসেবে পরিচিত মায়েজাওয়ার ফুটেজ ধারণ করবেন হিরানো।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us