এমন ব্যক্তি মন্ত্রী হলেন কী করে

প্রথম আলো সুলতানা কামাল প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:০২

গণমাধ্যমের সুবাদে জানতে পেরেছি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের কিছু অগ্রহণযোগ্য ও অসংস্কৃত মন্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই বলে মুরাদ হাসানের ফেসবুক লাইভের ভিডিও ও অডিওর বক্তব্য সম্পর্কে অবগত নই। কিন্তু সমাজসচেতন ব্যক্তি ও মানবাধিকারকর্মী হিসেবে এ বিষয়ে কথা বলার দায় আমার ওপর বর্তেছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগ করতে বাধ্য করেছেন, তাতে ধরেই নিচ্ছি যে তাঁর বক্তব্য ও আচরণ অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক।


এ ঘটনার পরিপ্রেক্ষিতে যে প্রশ্ন আমার মনে জেগেছে তা হচ্ছে, এ ধরনের উক্তি যিনি করতে পারেন, এমন এক ব্যক্তি মন্ত্রীর আসনে আসীন হলেন কী করে? এটা সত্য যে আওয়ামী লীগ একটা বিশাল দল এবং বাংলাদেশের প্রাচীন দলগুলোর অন্যতম। এ দলে নানা সময়ে নানা ধরনের ব্যক্তি যুক্ত হয়েছেন। তাঁদের সবাই আওয়ামী লীগের আদর্শ ও উদ্দেশ্য অনুধাবন করে যোগ দিয়েছেন, সেটা না-ও হতে পারে। বিশেষ করে এখন আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। ফলে দলে এমন অনেকেই নাম লেখাতে পারেন, যাঁদের ভিন্ন উদ্দেশ্যও রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us