‘মানুষ বিএনপি ও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে’

মানবজমিন প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে এখন সুশাসন নেই, একনায়কতন্ত্র কায়েম করা হয়েছে। মানুষ বিএনপি ও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা চাচ্ছে বিকল্প হিসেবে জাতীয় পার্টি। গাজীপুর মহানগর জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। গতকাল সকালে মহানগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এই সম্মেলনে জিএম কাদের ছাড়াও জাতীয় পার্টির মহাসচিব সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু, কেন্দ্রীয় নেতা এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, আব্দুস সাত্তার মিয়া, শেখ মো. মাসুদসহ  জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ বক্তব্য রাখেন। সম্মেলনে সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সভাপতি ও সিটি কাউন্সিলর মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে মহানগর কমিটি ঘোষণা দেয়া হয়। জাতীয় পার্টির নেতারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের ২০% ভোটও নেই। জাতীয় পার্টির তুমুল জনপ্রিয়তা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের মনোনীত প্রার্থীদের পক্ষে লাঙ্গল প্রতীকে ভোট দিতে দেয়া হয় নাই। তারা আরও দাবি করেন, দেশের কোথাও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। এমনটা চলতে থাকলে জাতীয় পার্টি আর নির্বাচনে অংশ নেবে না বলেও জানান বক্তারা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us