জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ

মানবজমিন প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২১, ০০:০০

পরিকল্পনা মন্ত্রী আলহাজ এমএ মান্নান এমপি বলেছেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং শ্যামগঞ্জ থেকে সুনামগঞ্জ পর্যন্ত কোনো এলাকাই তার কাছে ভিন্ন নয়। মাতৃভূমি হিসেবে দেশের সকল এলাকারই সম উন্নয়ন করা তার নৈতিক দায়িত্ব। উন্নয়ন নিয়ে এলাকাভিত্তিক মতভেদ সৃষ্টি ও পক্ষপাতিত্ব করা ঠিক নয়। তিনি মনেপ্রাণে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পথ পদর্শক। বঙ্গবন্ধু পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করে বাঙালি জাতিকে এনে দিয়েছেন একটি স্বাধীন ভূখণ্ড আর তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন অভূতপূর্ণ উন্নয়ন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের মানুষের প্রতি জননেত্রী শেখ হাসিনার রয়েছে আন্তরিক ও অকৃত্রিম ভালোবাসা। নেত্রী বিশ্বাস ও ভরসা রেখে ভাটি অঞ্চলের উন্নয়নের ঝাঁপি তার হাতে তুলে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে সুনামগঞ্জে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। তার লালিত স্বপ্ন জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা উড়াল সেতু নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এ উড়াল সেতুর কাজ সহসাই শুরু করা হবে। তার হাতে করা বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে বলেন, দেড় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রাচীনতম ছাতক সিমেন্ট কারখানা ড্রাই প্রসেসে উন্নতীকরণের কাজ চলছে। ছাতক সুরমা সেতুর কাজও তার হাতে ধরে সমাপ্ত হয়েছে। বিভিন্ন দাবির প্রেক্ষিতে মন্ত্রী ছাতক-সুনামগঞ্জ সড়ক সওজ বিভাগের অধীনে নেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন। ছাতক হাসপাতালকে ১০০ শয্যায় উন্নতীকরণ ও ছাতক পৌরসভায় একটি সার্ভে ইউনিট স্থাপনের বিষয়ে তিনি আশ্বস্ত করেন। এ ছাড়া চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালকে সরকারি করণের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করার কথা বলেন। এ ছাড়া ছাতক-দোয়ারার বিভিন্ন ইউপি চেয়ারম্যানদের সড়ক পাকাকরণ ও ছোট ছোট বীজ কালভার্ড নির্মাণে তার সার্বিক সহযোগিতা থাকবে বলে মন্ত্রী চেয়ারম্যানদের আশ্বস্ত করেন। গত বৃহস্পতিবার বিকালে ছাতকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১ ও প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১ পুরস্কারে ভূষিত হওয়ায় শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন উপলক্ষে উপজেলা পৌর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন। জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশের উন্নয়ন কেউ আটকে রাখতে পারবে না। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য ও ছাতক উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, ছাতক লাইমস্টোন ইম্পোটার্স অ্যান্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক, সাহাব উদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, আবুল হোসেন, শামিমুল ইসলাম শামিম, প্রভাষক জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, আওয়ামী লীগ নেতা রেজা মিয়া তালুকদার, ছাত্রলীগ নেতা কামাল আহমদ মৃধা, ছাতক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা মুজাক্কির আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংকর কান্তি দে। এ সময় আওয়ামী লীগ নেতা আশিক মিয়া, জয়নাল আবেদীন, আফিক আলী, ডা. রেদোয়ানুল হক আরজু, আবদুল মবিন, আরশ আলী খান ভাসানী, শাহীন তালুকদার, রুহুল আমিন তালুকদার, আশরাফুরল ইসলাম, নিজাম উদ্দিন, মোতাহির আলী, নুরুল হক, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, মামুন মিয়া, দিলোয়ার হোসেন, সম্রাট চৌধুরী, ফজলে রাব্বী জনি, জাহাঙ্গির আলম তারেক, সানি, ছাত্রলীগ নেতা হুমাউন কবির রুবেল, মাহির চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মানপত্র পাঠ করেন মৃদুল দাস। সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ ক্বারী সাইফুল ইসলাম। এর আগে পরিকল্পনা মন্ত্রী আলহাজ এমএ মান্নানকে ছাতক পৌরসভায় লালগালিচা অভ্যর্থনা জানানো হয়। পরে পৌরসভায় স্থাপতি বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র-কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন মন্ত্রী। এ সময় পৌরসভার সমাপ্ত ও চলমান উন্নয়ন এবং হাতে নেয়া পরিকল্পিত উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে ধারা বর্ণনায় মন্ত্রীকে অবহিত করে প্রদর্শন করানো হয়। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সচিব খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, শফিকুল হক, ছালেক মিয়া, নাজিমুল হক, নারী কাউন্সিলর রত্না রানী মালাকার প্রমুখ। এ সময় পৌরসভার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন তিনি। পরে ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনার এবং চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ তলাবিশিষ্ট একাডেমিক কাম মাল্টি পারপাস ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us