পশ্চিমবঙ্গ সংবাদদাতা বাঘের সংখ্যা জানতে সুন্দরবনে নিজেদের অংশে ক্যামেরা বসাতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন দপ্তর। ৫ ডিসেম্বর থেকে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও ২৪ পরগনা বন বিভাগ এলাকায় ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যামেরা বসানো এবং তা কীভাবে কাজ করবে, বাঘের গতিবিধি নির্ধারণ কীভাবে করা হবে এসব বিষয়ে ভারতের ২৪ পরগণার সুন্দরবনের সজনেখালিতে বনকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।