‘সিলেট নগরে এইচএসসি পরীক্ষার্থীরা পর্যায়ক্রমে টিকা পাবেন’

মানবজমিন প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২১, ০০:০০

সিলেট মহানগরের প্রত্যেকটি স্কুল-কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সকল শিক্ষার্থী পর্যায়ক্রমে করোনাভাইরাসের টিকা পাবেন। নগরের ৪টি কেন্দ্রে ২৩শে নভেম্বর ২০২১ পর্যন্ত এই টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। প্রত্যেক পরীক্ষার্থী স্ব স্ব স্কুল-কলেজের সঙ্গে  যোগাযোগ করে নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত তারিখে করোনাভাইরাসের টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেটে এইচএসসি পরীক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দান কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিক  মেয়র বলেন- শিক্ষার্থীদের মধ্যে যারা আগে টিকা নিয়েছেন তারা আবার টিকা গ্রহণ করবেন না। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আর যারা টিকার প্রথম ডোজ এরই মধ্যে গ্রহণ করেছেন এবং ২য়  ডোজ পরীক্ষা চলাকালীন সময়ে পড়েছে তারা ২৮ দিনের অধিক হলে পরীক্ষার পরে টিকা নিতে পারবেন। বুধবার সকালে সিলেট সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাইশা সাবিহাকে টিকাদানের মধ্যদিয়ে শুরু এই কর্মসূচি। টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীমা চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হিমাংশু লাল রায়, শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আব্দুল মান্নান খান, সিলেট জেলা সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল ও সিসিক’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। কর্মসূচির প্রথমদিনে সিলেট সরকারি মহিলা কলেজের ৪৫১ জন শিক্ষার্থী এবং সিলেট এমসি কলেজের ৪০৬ জন শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা রয়েছে।  এছাড়া ১৮ই নভেম্বর ২০২১ তারিখ  থেকে সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ও  আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রেও এইচএসসি শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হবে। সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে উইমেন্স মডেল কলেজ, সেন্ট্রাল উইমেন কলেজ, ব্রিটানিকা উইমেন কলেজ,  মেট্রো সিটি উইমেন কলেজ, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজ, সরকারি অগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজ ও সিলেট সরকারি মহিলা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে। এমসি কলেজ কেন্দ্রে স্কলার্সহোম মেজরটিলা, সিলেট সরকারি কলেজ, শাহ্‌জালাল সিটি কলেজ, জালালাবাদ কলেজ, সার্ক কলেজ, জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ও ইউনিভার্সেল কলেজ ও এমসি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে। সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে কমার্স কলেজ, স্কলার্সহোম শাহী ঈদগাহ্‌, ইডেন গার্ডেন কলেজ, গ্রীনহিল স্টেট কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ, স্টেট কলেজ, সীমান্তিক কলেজ ও সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা  দেয়া হবে। এবং আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আব্দুল গফুর ইসলামী আদর্শ স্কুল এন্ড কলেজ, স্কলার্সহোম গার্লস কলেজ, আইডিয়াল কলেজ, ওয়েস্ট পয়েন্ট স্কুল এন্ড কলেজ, সিলেট সেন্ট্রাল কলেজ, সিলেট ক্যামব্রিয়ান কলেজ, ব্রিটিশ বাংলা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, শাহ্‌খুররম কলেজ, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের এইচএসসি শিক্ষার্থীদের নির্ধারিত তারিখে টিকা দেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us