অন্য এক মিথিলা

মানবজমিন প্রকাশিত: ১০ নভেম্বর ২০২১, ০০:০০

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এখন দুই বাংলার সিনেমাতেই সমানতালে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় করেন সরকারি অনুদানের সিনেমা ‘জলে জ্বলে তারা’র শুটিং। কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর ‘কেরায়া’ গল্পের অনুপ্রেরণায় এবং ইফফাত আরেফিন তন্বীর গল্পে অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমায় মিথিলার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন এফ এস নাঈম। মিথিলা জানান, গেল ২৫শে অক্টোবর ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবির জন্য তার ১০ দিনের শিডিউল ছিল। মিথিলা বলেন, ‘জলে জ্বলে তারা’ হচ্ছে একটি নদী ও নারীর গল্প। গল্পের নারীর নাম তারা, আমি সেই ‘তারা’র চরিত্রটি করেছি। এই সমাজে একটা শিশু থেকে নারী হয়ে উঠার মধ্যে যে কি রকম যাঁতাকলে পড়ে, ঠিক সে রকমই একটা গল্প। বলা যায়, নারীর নিষ্পেষিত হওয়ার গল্প। কথাশিল্পী সৈয়দ ওয়ালীউল্লাহর ‘কেরায়া’ গল্প থেকে ছবিটির কিছু অংশ অনুপ্রাণিত, তবে পুরোটা নয়। এই গল্পটা একদমই আলাদা। এই সিনেমার কাজ করতে গিয়ে নতুন এক অভিজ্ঞতা হয়েছে উল্লেখ করে মিথিলা বলেন, গ্রামীণ চরিত্রে এবারই প্রথম কাজ করেছি। কাজটি করতে গিয়ে অনেক কষ্টও করতে হয়েছে, তারপরও আমি উপভোগ করেছি। রোদে বৃষ্টিতে ভিজেছি, সারাক্ষণ শুধু পাড়ে আর নৌকার মধ্যেই ছিলাম। যেহেতু রোদে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমার। তবে ভালো লাগছে, দিনশেষে সুন্দরভাবে কাজটি শেষ করতে পেরেছি। ভালো লাগছে তাই। আর এখানে অন্য এক মিথিলাকে দর্শক আবিষ্কার করতে পারবেন। ‘জলে জ্বলে তারা’ ছবিটিতে নাঈম ও মিথিলা ছাড়া আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম পাভেল, মনিরা মিঠু, মোস্তাফিজুর নূর ইমরান, শাহেদ আলী সুজন, ইকবাল, শখ, ওবিদ রেহান ও আরও অনেকে। আগামী বছরের ঈদে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে পরিচালকের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us