কাবুলে সামরিক হাসপাতালে বিস্ফোরণ, মৃত বহু

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২১, ১০:০৩

বিস্ফোরণের পর আইএস সন্ত্রাসীরা গুলি চালাতে থাকে। তালেবান মুখপাত্র জানিয়েছেন, ১৫ মিনিটের মধ্যে সব আইএস সন্ত্রাসীকে মারা সম্ভব হয়। সন্ত্রাসীরা হাসপাতালের ভিতরে ঢুকতে পারেনি। সশস্ত্র তালেবান যোদ্ধাদের হেলিকপ্টার করে হাসপাতালে নিয়ে এসে নামিয়ে দেয়া হয়। তারাই আইএস সন্ত্রাসীদের মোকাবিলা করে। তালেবান আফগানিস্তান দখল করার পর থেকে সেখানে আইএস সন্ত্রাসীরা সক্রিয়। তারা একের পর এক আক্রমণ শানাচ্ছে। হাসাপাতালে মোট ছয়জন আইএস আক্রমণকারী ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, সাধারণ মানুষের পাশাপাশি তালেবান যোদ্ধাও মারা গেছেন। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুইটি হেলিকপ্টার ঘটনাস্থলে যায়। আফগানিস্তানের ভেঙ্গে পড়া স্বাস্থ্যখাত: কাবুলের শিশু হাসপাতালের চিত্র এক ইনকিউবেটর, তিন শিশু কাবুলের ইন্দিরা গান্ধি শিশু হাসপাতালের ২৪ অক্টোবরের চিত্র এটি৷ একটি ইনকিউবেটরের ভিতরেই জায়গা দিতে হয়েছে তিন শিশুকে৷ আফগানিস্তানের ভেঙ্গে পড়া স্বাস্থ্যখাত: কাবুলের শিশু হাসপাতালের চিত্র শয্যা ভাগাভাগি শুধু ইনকিউবেটর নয় সাধারণ ইউনিটগুলোতেও রয়েছে অসুস্থ্য শিশুদের চাপ৷ ম্যাটারনিটি ইউনিটে এক শয্যাতেই দুই শিশুকে তাই শয্যা ভাগাভাগি করতে হচ্ছে৷ আফগানিস্তানের ভেঙ্গে পড়া স্বাস্থ্যখাত: কাবুলের শিশু হাসপাতালের চিত্র স্বাস্থ্যকর্মীদের উপর চাপ যেখানে একজন নার্সকে আগে দুইটি বা তিনটি শিশুর দেখাশোনা করতে হতো, সেখানে এখন কুড়ি বা তার বেশি শিশুর দেখভাল করতে হচ্ছে৷ তালেবান ক্ষমতা দখলের পরে অনেক স্বাস্থ্যকর্মী দেশ ছেড়ে যাওয়ায় এই চাপ বেড়েছে৷ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us