পাকুন্দিয়ায় এক মঞ্চে ৫ মেয়র প্রার্থী জনতার মুখোমুখি

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

আগামী ২রা নভেম্বর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ‘জনতার মুখোমুখি’ হয়েছিলেন ৫ মেয়র প্রার্থী। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ (নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আতাহার আলী (হাত পাখা), ৩ স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. আক্তারুজ্জামান খোকন (নারিকেল গাছ), সাবেক মেয়র এডভোকেট মো. জালাল উদ্দিন (মোবাইলফোন) এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন (জগ)। গতকাল বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে উপজেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সহযোগিতায় সরাসরি প্রশ্নোত্তরভিত্তিক এ ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করে পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) ও সুজন। পিডিপি’র চেয়ারম্যান আ ন ম তানভীর হায়দার ভূঞা ও সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীনের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে পৌরসভার নানা শ্রেণিপেশার মানুষ পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে প্রার্থীদের পরিকল্পনার বিষয়ে জানতে চান। অনুষ্ঠানে মেয়র প্রার্থীগণ তাদের প্রশ্নের জবাব দেন এবং নিজ নিজ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ ছাড়া তারা মেয়র নির্বাচিত হলে আগামী ৫ বছরে তাদের কর্ম-পরিকল্পনাসহ নির্বাচনী ইস্তেহার তুলে ধরেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us