সখীপুরে পরিবারের লোকজনকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুট

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

টাঙ্গাইলের সখীপুরে পরিবারের সাতজনকে অচেতন করে তিন লাখ টাকা, সাত ভরি স্বর্ণালংকার, তিনটি মোবাইল সেট ও একটি হিরার আংটি লুট করে নিয়ে গেছে ভাঙাড়ির ব্যবসা করতে আসা প্রতারক দম্পতি। গত বুধবার রাতে উপজেলার মুচারিয়া পাথার এলাকায় শামসুল আলম খান ইব্রাহীমের বাড়িতে এ ঘটনা ঘটেছে। গতকাল সকালে তাদেরকে অচেতন অবস্থায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শামসুল আলম খান ইব্রাহীম একজন ভাঙাড়ির ব্যবসায়ী। গত রাত থেকেই ইমন ও শান্তা প্রতারক দম্পতি পালিয়ে গেছে বলে জানায় ওই পরিবার। শামসুল আলম খান ইব্রাহীমের স্ত্রী সোনালী আক্তার জানায়, গত দুই সাপ্তাহ আগে ইমন ও শান্তা নামের এক দম্পতি কাজের সন্ধানে আমাদের এলাকায় আসে। পরে তাদের বাড়ি বাড়ি ঘুরে ভাঙাড়ি মালামাল ক্রয় করে আমাদের দোকানে বিক্রি করার ব্যবস্থা করে দেই। এবং বাড়ির পাশে থাকার ব্যবস্থা করে দেই। এই সুযোগে ওরা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে আসতো। গত বুধবার রাতে ওরা আমাদের বাড়িতে এসে দুধের সঙ্গে নেশাজাতীয় দ্র্রব্য মিশিয়ে দিয়েছে বলে আমাদের ধারণা। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূঁইয়া বলেন, এখনো কেউ পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। সুস্থ হলে বিষয়টা জেনে ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us