রাজশাহীতে ট্রাফিক আইনে ৯ মাসে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

রাজশাহীতে গত ৯ মাসে ট্রাফিক আইনে ৪২ হাজার ৪০০টি মামলার বিপরীতে সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরের পর থেকে জরিমানা আদায় হচ্ছে আগের চেয়ে কয়েকগুণ বেশি। রাজশাহী মহানগর পুলিশ ও জেলা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।ট্রাফিক বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে আরএমপির ট্রাফিক বিভাগ ৩৫ হাজার ১৪২টি মামলা করেছে। এসব মামলায় জরিমানা আদায় করা হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৩১ হাজার টাকা। আর জেলা পুলিশ ৯ মাসে মামলা করেছে ৭ হাজার ২৫৮টি। এসব মামলায় আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৪৭ হাজার ৪০০ টাকা। মোট ৬ কোটি ৪৮ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় হয়েছে। আরএমপি’র মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, ই-ট্রাফিকিং ও ই-মামলার কারণে জরিমানার পরিমাণ বেড়েছে। আর ট্রাফিক বিভাগের তৎপরতার কারণে চালকদের মধ্যে সচেতনতাও বাড়ছে। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, সড়কে ট্রাফিক বিভাগের অভিযান জোরদার করা হয়েছে। উপজেলা পর্যায়ে বসানো হচ্ছে চেকপোস্ট। নির্ধারিত স্থানের চেকপোস্ট ছাড়াও একেক দিন একেক জায়গায় করা হচ্ছে ঝটিকা তল্লাশি। সড়কে নিরাপত্তা ও দুর্ঘটনা কমাতে এই অভিযান চালানো হচ্ছে। ফলে জরিমানাও আদায় হচ্ছে বেশি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us