লোহাগড়ায় চেয়ারম্যান ও শ্রমিক লীগ নেতাসহ ২২ জনের নামে মামলা

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

চরমল্লিকপুর গ্রামে যুবলীগ নেতা পলাশ মাহমুদ হত্যাকাণ্ডের ঘটনায় চেয়ারম্যান, ছাত্রলীগ ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল শেখসহ ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে নিহতের মা পলি বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। নিহত পলাশ উপজেলার চরমল্লিকপুর গ্রামের খোকন শেখের ছেলে এবং লোহাগড়া উপজেলা যুবলীগের একজন কর্মী ছিলেন।  গত সামবার রাত ৯টার দিকে পলাশকে কুপিয়ে হত্যা করে। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এমএম রাশেদ হাসান ও বর্তমান সাধারণ সম্পাদক সজিব মুসল্লীর সঙ্গে পলাশ মাহমুদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ছাড়া আসন্ন মল্লিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই শত্রুতা চরম আকার ধারণ করে। এরই জেরে পলাশ হত্যাকাণ্ড হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আবু হেনা মিলন জানান, পলাশ হত্যায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে গতকাল বিকালে মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us