বিদ্যুতের প্রকৌশলীকে জরিমানা, অন্ধকারে ট্রাফিক অফিস

মানবজমিন প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ০০:০০

মোটরসাইকেলের বৈধ কাগজ না থাকায় ট্রাফিক সার্জেন্ট জরিমানা করেন বিদ্যুতের এক প্রকৌশলীকে। এর ঠিক ৩০ মিনিট পর বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের। ঘটনাটি ঘটে পাবনার ঈশ্বরদীতে। ওই এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট আজিজুল ইসলাম বলেন, ‘গত বুধবার বিকাল ৫টার দিকে ঈশ্বরদী উপজেলার পোস্ট অফিস মোড়ে যানবাহনের কাগজ যাচাই চলচ্ছিল। এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন নেসকোর উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিঞা। ট্রাফিক পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে কাগজ দেখতে চাইলে, তিনি দেখাতে পারেননি। সেই সঙ্গে তার ছিল না হেলমেটও।’ এ অবস্থায় রাসেলকে ৩ হাজার টাকা জরিমানা করে মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনার ঠিক ৩০ মিনিটের মধ্যে বকেয়া বিলের জন্য সংযোগ বিচ্ছিন্ন করা হয় ট্রাফিক অফিসের।’ এ ঘটনাকে পাল্টাপাল্টি ব্যবস্থা বলতে নারাজ ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। তিনি বলেন, ‘যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। পুলিশ সুপারের নির্দেশে কঠোরভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। হেলমেট ও বৈধ কাগজবিহীন মোটরসাইকেল পেলে কাউকেই ছাড় দেয়া হচ্ছে না।’ বকেয়া বিদ্যুৎ বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘বিলের টাকা সরকারি কোষাগার থেকে পরিশোধ হয়। বিলের অর্থ বরাদ্দ হয়ে আসার পর জরিমানা দিয়েই তা পরিশোধ হয়ে থাকে।’ এ বিষয়ে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর নির্বাহী প্রকৌশলী আব্দুল নূর বলেন, ‘যাদের বিল বকেয়া আছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। মোটরসাইকেল আটক ও জরিমানার ঘটনার সঙ্গে ট্রাফিক অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কোনো সম্পর্ক নেই।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us